Correct use of Shall, Should and Will, Would
Shall, Should এবং Will, Would এর সঠিক ব্যবহার
Shall এবং Will এর সঠিক ব্যবহারঃ
আজ আমরা শিখব shall, should এবং will, would এর সঠিক ব্যবহার সম্পর্কে? অনেকেই আছেন, বিশেষ করে যারা নতুন ইংরাজি শিখছেন- তারা না জেনে shall, will বা should, would এর ভুল ব্যবহার করেন। অনেকে মনে করেন এটি না জানলেও চলবে কিন্তু আমি মনে করি ইংরাজি শিখতে হলে এগুলো জানার প্রয়োজন আছে। তাই আজকে আমি shall, should এবং will, would এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। সঙ্গে অবশ্যই উদাহারন থাকবে spoken English practice করার জন্য। আর তার সাথে `ব্যবহার গুলোও শিখব, যাতে আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসে।
সাধারণত Future Indefinite Tense এ Shall অথবা Will ব্যবহার হয়। ভবিষ্যত ঘটনা বা Future incident বুঝাতে: I ও We এর সাথে shall ব্যবহার হয় । Future Indefinite Tense চেনার সহজ উপায় হলো - বাংলা বাক্যের শেষে বো, বে, বেন, ইব, ইবে, ইবেন ইত্যাদি যুক্ত থাকে। চলুন এবার বিষয়টি পরিষ্কার করা যাক কিছু উদাহারনের সাহায্যে-
এখানে মনে রাখতে হবে, I এবং We এর সাথে Shall বসে এবং বাকি সব ক্ষেত্রে Will বসে।
Shall এবং Will এর ব্যবহারঃ
আমি কাজটি করব।
I shall do the work.
আমরা কাজটি করব।
We shall do the work.
আমি আগামীকাল যাব।
I shall go tomorrow.
আমি কলেজে যাবো।
I shall go to college.
আমরা ব্যায়াম করবো।
We shall take exercise.
তারা ফুটবল খেলবে।
They will play football.
আজ বৃষ্টি হবে।
It will rain today.
সে কখন ফিরবে?
When will he be back?
তুমি খেলবে।
You will play.
সে আজ খেলবে না।
He will not play today.
সবাই তোমাকে ঘৃণা করবে।
Everybody will hate you.
প্রশ্নবোধক
বাক্যে
যখন shall বা will এর
ব্যবহার করা হয় তখন তা অনুমতি বা প্রার্থনার রূপ ধারন করে। যেমন-
আমি কি তোমার জন্য এটা করব?
Shall I do it for you?
আমরা কি
ড্যান্স করব?
Shall we dance?
আমি কি
তোমার ব্যাগ বহন করব?
Shall I carry your bag?
তুমি কি
আমাকে বাড়িতে নিয়ে যাবে?
Will you take me home?
তুমি কি
আমাকে মনে করিয়ে দেবে?
Will you remind me?
আপনি কি
জানালা টা বন্ধ করবেন?
Will you close the window?
আপনি কি আমাকে একটা কাগজ দিবেন?
Will you give me a paper?
তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে?
Will you lend me some money?
Will you lend me some money?
এতক্ষন আমরা শিখলাম I এবং We এর
সাথে Shall বসে, বাকি সব ক্ষেত্রে Will বসে,
কিন্তু বাক্যে যদি আদেশ, হুমকি বা দৃঢ় প্রতিজ্ঞা বুঝায়, মানে
বাক্যটিকে জোর দিয়ে বোঝানোর জন্য 2nd এবং 3rd
Person এর সাথে shall ব্যবহৃত হয় আর I এবং We এর সাথে Will
ব্যবহৃত হবে।
উদাহারনঃ
আমি
তোমাকে উচিত শিক্ষা দেবো।
I will teach you a good
lesson.
তুমি আমার আদেশ পালন করবে।
You shall carry out my order.
You shall carry out my order.
আমি যাবোই।
I will go.
I will go.
আমরা অবশ্যই তা করবো।
Surely we will have it.
সে দিল্লী যাবেই।
He shall go to Delhi.
Will
এর অতীত কাল
বা past form হল Would
Would এর ব্যবহার-
সে
ভেবেছিল আমি আসব।
He thought that I would come.
সে বলল
যে সে তাড়াতাড়ি আসবে।
He said that he would come soon.
অনেক
সময় বাক্যে would
দ্বারা অতীত
অভ্যাস প্রকাশ করা হয়।
আমি সাঁতার
কাটতাম।
I would swim.
I would swim.
সে
ধূমপান করত।
He would smoke.
Polite
request বা ভদ্রোচিত অনুরোধ বা নমনীয়তার খাতিরে
বা প্রশ্ন করতে would
ব্যবহার হয়।
তুমি কি
আমার সাথে রাতের খাবার খেতে চাও?
Would you like to have dinner with me?
আপনি কি এটা কিনতে চান?
Would you like to buy
this?
তুমি
কফি না চা খাবে?
Would you like coffee or tea?
তুমি কি
কিছু খেতে চাও?
Would you like something to eat?
তুমি কি
আমার সাথে হাঁটতে যাবে?
Would you like to go for
a walk?
দয়া
করে দরজাটা বন্ধ করবেন?
Would you please close the door?
Would you please close the door?
দয়া
করে আমাকে একটু সাহায্য করবেন?
Would you please help me?
অনুগ্রহ করে আপনার কলমটি দিবেন?
Would you please give me your pen?
Would you please give me a space beside you?
অনুগ্রহ
করে আপনার পাশে একটু জায়গা দেবেন?
Would you please close the window?
আপনি কি
দয়া করে জানালা টা বন্ধ করতে পারবেন?
Should এর ব্যবহার:
সাধারণত
বাক্যে উপদেশ বা উচিত বোঝাতে Should এর
ব্যবহার করা হয়।
তোমার
কঠোর পরিশ্রম করা উচিত।
You should work hard.
তোমার
এখন যাওয়া উচিত।
You should leave now.
তোমার
ধূমপান বন্ধ করা উচিত।
You should stop smoking.
তোমার
আরও লেখাপড়া করা উচিত।
You should study more.
You should study more.
Request
বা অনুরোধ
আপনার
কি আমার সাথে যাওয়া উচিত?
Should you go with me?
আমি কি
একটা ফোন করতে পারি?
Should I make a phone call, please?
আমি কি
অপেক্ষা করব?
Should I wait?
আশা করি আপনাদের shall, should এবং will,
would এর
সঠিক ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি।
Correct use of Shall, Should and Will, Would
Reviewed by EnglishBengali.com
on
23:41
Rating:

ধন্যবাদ
ReplyDeleteTnxxxx mam
ReplyDeleteVery good Job
ReplyDeleteVery good
ReplyDeleteShould i give a thanks to you..
ReplyDeleteVery nice..
ReplyDeleteWould you like woo or marry ??
ReplyDeleteThank you mem
ReplyDeletewow
ReplyDeleteIt's very helpful for everyone. So thank you so much.
ReplyDeleteAbsolutely wasm
ReplyDeletethanks a lot
ReplyDeleteভালো, তবে একটা বাক্য দিয়ে যদি সব উদাহরণ বোজাতেন তাহলে আরো ভালো হতো ₹₹₹₹₹
ReplyDeleteHmmmm
DeleteThank you brother or sister
ReplyDeleteThanks 😊
ReplyDeleteIt's really helpful
ReplyDeleteSo nice
ReplyDelete