Top Ad unit 728 × 90

Must Read

random

আপনি কি নতুন ইংরাজি শিখছেন? যা আপনার অবশ্যই জানা উচিত- Spoken English Tutorial

 Spoken English Tutorial | English speaking course in Bengali | Idiomatic use of Bengali words



বাংলায় এমন অনেক শব্দ আছে যেগুলি আমরা বেশ ভালো করে জানি, এখন সমস্যা হল সেই শব্দগুলি যখন ইংরাজিতে অনুবাদ বা translate করতে যাই তখন বেশ সমস্যায় পড়ি। এই সমস্যাটা খুব বেশি হয় যারা নতুন ইংরাজি শিখছেন তাদের। আমি যখন নতুন ইংরাজি শিখতে শুরু করে ছিলাম তখন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি মনে করি যারা নতুন ইংরাজি শিখছেন তাদের খুব ভালো করে জানা উচিত। তাই তাদের জন্য আমার এই বিশেষ lesson –
Spoken English Tutorial in Bengali

চলুন দেখা যাক কি সেই শব্দ,

“কথা” এই শব্দটা আমরা সবাই জানি, এর মানে খুব সহজ – মুখ দিয়ে আমরা যা বলি সেটাই হল- “কথা”। এবার মজার ব্যাপার হল এই “কথা” শব্দটা যখন একটি বাক্যে বসে অনেক সময় সেই বাক্যের অর্থই পরিবর্তন করে দেয়, যেমন একটা উদাহারন দিলে বিষয়টা খুব ভালো ভাবে পরিষ্কার হয়ে যাবে।

“সে অনেক দিনের কথা।” It happened long time ago. এখানে কথা মানে হল - পুরানো কোন ঘটে যাওয়া ঘটনা বা বিষয়। আবার “টমের আজ এখানে আসার কথা আছে।” Tom is expected here today. এখানে কথা মানে টম আসবে বলে বলেছে। তো এই রকম অনেক বাংলায় শব্দ আছে যাদের শুনতে একই কিন্তু বাক্যে বসলে তার অর্থই পরিবর্তন হয়ে যায়।

আবার ধরা যাক একটা শব্দ কাঁচা, ছেলেটি অঙ্কে কাঁচা। - The boy is weak in Maths. এখানে কাঁচা মানে ছেলেটি ভালো অঙ্ক পারে না।

আবার, সে বয়সে কাঁচা। - He is tender in age. এখানে কাঁচা মানে হল ছেলেটির বয়স অল্প।

তো বাংলায় এই রকম অনেক শব্দ আছে সেগুলি আমরা জানবো এক এক করে, খুব মজার একটি বিষয় কিন্তু খুবই দরকারি। যা আমাদের সবার জানা উচিত।

তাই আজকে আমাদের বিষয় হল - Idiomatic use of Bengali words & expressions




আপনি কি নতুন ইংরাজি শিখছেন? যা আপনার অবশ্যই জানা উচিত- Spoken English Tutorial Reviewed by EnglishBengali.com on 00:35 Rating: 5

No comments:

Thank you

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.