Correct use of This That These Those
This That These Those এর সঠিক ব্যবহার?
প্রথমেই আমাদের জানা উচিত - This That These Those এগুলি আমরা কেন এবং কোথায় ব্যবহার করব। এটা গ্রামারের একদম বেসিক লেভেল, কিন্তু এখনো অনেকেই ভুল করেন এদেরকে ব্যবহার করতে গিয়ে। তাই চলুন আজকে আমরা জেনে নিন এদের সঠিক ব্যবহার। আপনাকে আজ আমি কিছু Advance Level ব্যবহার শেখাব যাতে আপনার ভবিষ্যতে কোন সমস্যা বা confusion না হয়।আগেই বলে রাখি - This That These Those ব্যবহার করা হয় কোন ব্যাক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানাতে। সেটা একজন জন বা একটি বস্তু হতে পারে, আবার একের অধিকও হতে পারে।
মানে This That These Those ব্যবহার করা হয় Number বা বচন অনুসারে। সেটা Singular বা Plural অনুসারে।
এবার আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হল বস্তুটি কাছে না দূরে।
এখানে আপনাকে দুটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে – সেটা হল – Subject টি Singular না Plural
আর Subject কাছে না দূরে আছে।
আর কিছু আপনাকে জানতে হবে না এগুলি ব্যবহার করার ক্ষেত্রে।
তাহলে চলুন ব্যপারটা Clear করে নেওয়া যাক।
This – এই
That – ওই
These – এইগুলি
Those – সেগুলো বা ওই গুলো
যখন কোন বস্তু আমাদের কাছাকাছি থাকে তখন “This এবং These” ব্যবহার করা হয়। তবে Singular Number বা একটি হলে “This” ব্যবহার করা হয়, আর যদি একের অধিক থাকে মানে Plural Number হলে “These” ব্যবহার করা হয়।
আবার যখন কোন বস্তু আমাদের থেকে দূরে থাকে তখন “That এবং Those” ব্যবহার করা হয়। তবে Singular Number বা একটি হলে “That” ব্যবহার করা হয়, আর যদি একের অধিক থাকে মানে Plural Number হলে “Those” ব্যবহার করা হয়।
এবার কয়েকটি উদাহারন দেখা যাক-
This is an apple.
এই হয় একটি আপেল।
এখানে একটি আপেল এবং এটি কাছে। তাই এখানে “This” ব্যবহার করা হল।
That is an apple.
ওই হয় একটি আপেল।
এখানেও একটি আপেল কিন্তু আপেলটি দূরে, তাই এখানে “That” ব্যবহার করতে হবে।
These are apples.
এই হয় আপেলগুলি।
এখানে আপেলগুলি কাছে কিন্তু অনেকগুলি তাই “These” ব্যবহার করতে হবে।
Those are apples.
ওই হয় আপেলগুলি।
এক্ষেত্রে অনেকগুলি আপেল কিন্তু দূরে তাই আপনাকে “Those” ব্যবহার করতে হবে।
তাহলে আমরা শিখলাম –
“This” ব্যবহার করব তখন যখন বস্তুটি কাছে থাকবে আর একটি হবে।
আর যদি বহুবচন হয় মানে Plural Number হয় তাহলে কাছে থাকলেও তখন “These” ব্যবহার করতে হবে।
দূরে হলে “That” ব্যবহার করা হবে তবে সেটি যদি একটি হয়। আর যদি একের অধিক হয় তাহলে “Those” ব্যবহার হবে। তবে এক্ষেত্রে Plural Number হতে হবে।
আশা করছি আপনার পুরো confusion দূর হয়ে গেছে। তাও যদি এই সংক্রান্ত কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে উত্তর দেব।
এটা তো গেল বেসিক গ্রামার, এবার চলুন কিছু Advance Level শেখা যাক। যা আপনার প্রতিদিন কাজে লাগবে।
যেমন –
অনেক সময় কোন ব্যক্তির পরিচয় দিতে গিয়ে “This” ব্যবহার করা হয়।
যেমন –
This is John, he is from America.
আবার
This is Rohit Calling from Canada.
আবার যখন আমরা টেলিফোনে কথা বলি তখন এই ধরনের কিছু বাক্য ব্যবহার করি।
যেমন –
Who is this?
This is Shyam calling from Dubai.
তাহলে এখানে শিখলাম টেলিফোনে কারো পরিচয় জানতে এবং কারো কাছে নিজের পরিচয় দিতে “This” ব্যবহার করা হয়।
আবার টেলিফোনে কারো পরিচয় জিজ্ঞেস করতে “That” ব্যবহার করা হয়ে থাকে। যেমন –
Is that Mac?
চলুন এবার একটি মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হল –
জানেন কি This That These এবং Those কে Noun এর পরিবর্তে ব্যবহার করা হয় Pronoun হিসাবে।
চলুন দেখে নেওয়া যাক-
Look at that.
এখানে আমরা “That” এর পরিবর্তে বলতে পারতাম
Look at the Picture.
“Picture” হল Noun, তার পরিবর্তে ব্যবহার করলাম “That”, তাই “That” হল Pronoun.
আরও কয়েকটি উদাহারন দেখে নেওয়া যাক।
I like these.
This is very tasty.
Those are not ours.
তাহলে আজকে আমরা যা শিখলাম তা হল –
This এবং That singular Countable Noun এর আগে ব্যবহার করা হয়।
যেমন –
This is a book.
That is a ball.
These এবং Those Plural Noun এর আগে ব্যবহার করা হয়।
These flowers are very beautiful.
Those flowers are very beautiful.
আশা করি আজকে আমি আপনাদের Doubt Clear করতে পেরেছি। এগুলি খুবই সহজ কিছু একটু মাথায় রেখে ব্যবহার করতে হয়। তাহলেই আপনি পারফেক্ট ইংরেজি বলতে এবং লিখতে পারবেন।
Correct use of This That These Those
Reviewed by EnglishBengali.com
on
13:52
Rating:
No comments:
Thank you