Top Ad unit 728 × 90

Must Read

random

Correct use of May and might | May এবং might এর ব্যবহার

Correct use of May and might - আজ শিখব May এবং might এর ব্যবহার

May এবং might এর ব্যবহার
অনেক সময়ই confuse হয়ে যান may এবং might এর ব্যবহার নিয়ে। যে কোথায় may ব্যবহার করবেন আর কোথায় might ব্যবহার করবেন? তাই আজ আমরা শিখব – correct use of may and might অর্থাৎ may এবং might ব্যবহার সম্পর্কে।


যেমন সে আসতে পারে। এটা একটা সম্ভবনা – সে আসতেও পারে আবার নাও পারে। পরের বাক্যটা - বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবার একটা সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টি হতেও পারে। এই বাক্যটিতে বৃষ্টি হবার সম্ভাবনা আরও কম। তো এই ধরনের বাক্য গুলি যখন আমরা ইংরাজি করব তখন may অথবা might ব্যবহার করব।

  এবার May and Might এর difference টা দেখে নিই।


যখন কোন বাক্য দ্বারা কিছু হইতে পারে বা ঘটতে পারে এইরূপ অনিশ্চিত সম্ভাবনা বুঝায় তখন May অথবা Might ব্যবহার হয়ে থাকে । তবে May অপেক্ষা Might অধিক কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়।

এবার কিছু উদাহারনের সাহায্যে বিষয়টা পরিষ্কার করা যাক।
It may rain.
বৃষ্টি হতে পারে।

It might rain.
বৃষ্টি হতেও পারে।

He may come.
তিনি আসতে পারেন।

He might come.
তিনি আসতেও পারেন।

কারো কাছে কিছু কাজের অনুমতি চাইতে Interrogative Sentence বা প্রশ্নসূচক বাক্যে May ব্যবহৃত হয়ে থাকে এবং May বাক্যের প্রথমে বসে।
যেমন
May I come in?
আমি কি আসতে পারি ?

May I read the book?
আমি কি বইটি পড়তে পারি?

May I help you?
আমি তোমাকে সাহায্য করতে পারি?

May I go out?
আমি কি বাইরে যেতে পারি?


Correct use of May and might | May এবং might এর ব্যবহার Reviewed by EnglishBengali.com on 06:00 Rating: 5

No comments:

Thank you

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.