Top Ad unit 728 × 90

Must Read

random

Learn Daily Use Sentence For Fluent English

 Learn Daily Use Sentence


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংরেজি বলতে চান কিন্তু পারেন না- কেউ ভয় পায় আবার কেউ লজ্জা পায়। আবার অনেকেই ইংরেজি গ্রামার গ্রামার করেই দিন কাটিয়ে দেন। কিন্তু ইংরেজিতে কথা বলা আর হয় না। আমি সবাইকে একটা কথা বলি যে – মাথা থেকে সব চিন্তা দূর করে দিন। আর প্রতিদিন কিছু বাক্য শিখুন, আর সেগুলি সময় পেলেই ব্যবহার করুন। দেখবেন আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন।
Learn Daily Use Sentence For Fluent English

আজকেও আমি আপনাকে কিছু বাক্য শেখাব। যা আপনার প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলতে।



আমি দোকানে যেতে চাই।
I'd like to go to the store.
I want to go to the store.

I’d like and I want এর মধ্যে difference হল -
যখন আমরা “I’d like” কথাটি ব্যবহার করব তখন সেটা Polite অর্থে, আর যদি “I want” use করি তাহলে সেটি হবে “Direct” অর্থে। মানে সেটা চাইই। বা বলতে পারি Sure plan,
এখানে আমি দোকানে যেতে চাই।  I want to go to the store. এখানে want মানে যাবই, মানে একধরনের sure plan.

আমি কেনাকাটা করতে যেতে চাই।
I'd like to go shopping.
I want to go shopping.

আমি একটি ফোন করতে চাই।
I'd like to make a call.

আমি একটি রিজার্ভেশন করতে চাই।
I'd like to make a reservation.

আমি একটা গাড়ী ভাড়া নিতে চাই।
I'd like to rent a car.

আমি এটা ব্রাজিল পাঠাতে চাই।
I'd like to send it to Brazil.

আমি তার সাথে কথা বলতে চাই।
I'd like to talk to him.
I want to talk to him.

আমি মোবাইল ব্যবহার করতে চাই।
I want to use mobile.

আমি আরো কিনতে পারি।
I can buy more.

দয়া করে আমাকে জানিয়ো।
please let me know.

আমি এখনি আসছি।
I'll be right back.

আমি পরে ফোন করবো।
I'll call back later.

আমি তোমাকে রবিবারে ফোন করবো।
I'll call you on Sunday.

আমি যখন যাব তখন তোমাকে ফোন করব।
I'll call you when I leave.

আমি পরে আসবো।
I'll come back later.

আমাকে এক কাপ কফি দেবে।
Give me a cup of coffee please.

আমাকে এক গ্লাস জল দেবে।
Give me a glass of water please.


আমি দুপুরের খাবারের দাম দেব।
I'll pay for lunch.

টিকেটের দাম আমি দেবো।
I'll pay for the tickets.

আমি দাম দেবো।
I'll pay.

আমি এটা নেবো
I'll take it.

আমি এটাও নেবো।
I'll take this one also.

আমি তোমাকে স্টেশনে নামিয়ে দেবো।
I'll drop you off at the station.

আমি শীঘ্রই তোমার সাথে কথা বলবো।
I'll talk to you soon.

আমি তোমাকে শেখাবো।
I'll teach you.

আমি বিরক্ত।
I'm bored.

 Learn Daily Use Sentence For Fluent English

আমি আমার জামা পরিস্কার করছি।
I'm cleaning my clothes.

আমি এখনই আসছি।
I'm coming right now.

আমি তোমাকে নিতে আসছি।
I'm coming to pick you up.

আমি ভালো আছি, তুমি?
I'm fine, and you?

আমি অফিস যাবার জন্য তৈরী হচ্ছি।
I'm getting ready to go to office.

আমি রবিবারের মধ্যে বাড়ি যাচ্ছি।
I'm going home by Sunday.

আমি আগামী বছর কানাডা যাব।
I'm going to Canada next year.

আমি ঘুমাতে যাচ্ছি।
I'm going to bed.

আমি ব্রেকফাস্ট খেতে যাচ্ছি।
I'm going to eat breakfast.

আমি চলে যাচ্ছি।
I'm leaving.

আমি ঠাট্টা করছি।
I'm joking.

আমি আগামী কাল যাচ্ছি।
I'm leaving Tomorrow.
Learn Daily Use Sentence For Fluent English Reviewed by EnglishBengali.com on 21:37 Rating: 5

1 comment:

  1. thanks, এখান থেকে অনেক কিছুই শিখছি

    ReplyDelete

Thank you

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.