None Some Any Many এর ব্যবহার
এবার নিজেই ইংরেজি করতে শিখুন মাত্র 4টি word ব্যবহার করে
Use of NoneUse of Some
Use of Any
Use of Many
এর কিছুই সত্য নয়।
এদের কেউ বেঁচে নেই।
তাদের কেউই ব্যস্ত নয়।
আমরা কেউই নিখুঁত নই।
তাদের কারও কাছে গাড়ি নেই।
কিছুটা সময় নাও।
আমি জল খাবো।
একটু জল চাই।
আবার যে কোন সময় আসুন।
কোন বিপদ আছে কি?
তোমার কতগুলো চাই?
আজকে আমরা শিখব এই ধরনের বাক্যগুলির ইংরেজি করতে। তার জন্য আমরা use করব মাত্র 4টি word, যেমন - None, Some, Any, Many. অনেকেই আছেন যারা এদের ঠিকমত ব্যবহার করতে পারেন না। আমি চেষ্টা করব তাদেরকে বুঝিয়ে দিতে যাতে আর কোন দিন ভুল না হয়।
None Some Any Many এর ব্যবহার
Reviewed by EnglishBengali.com
on
05:51
Rating:
No comments:
Thank you