Top Ad unit 728 × 90

Must Read

random

কিভাবে ইংরাজি শেখা শুরু করবেন? সহজে ইংরেজি শেখার উপায়! সময় কিভাবে ইংরাজিতে বলবেন? পাঠ ২

কিভাবে ইংরাজি শেখা শুরু করবেন? সহজে ইংরেজি শেখার উপায়!

সময় সম্পর্কে কথা বলতে এবং ইংরেজিতে সময় জিজ্ঞেস করার উপায় সম্পর্কে জানুন। ভয় নেই আমি কোনো গ্রামার শেখাব না, আর গ্রামারের কঠিন বেড়াজালে বাধব না। আমি মনে করি আপনি যদি ইংরাজি শিখতে শুরু করেন তাহলে আপনি এমনি এমনি গ্রামারটা শিখে যাবেন।

আমার ব্যক্তিগত টিপস:
মনে করে দেখুন যখন একটা বাচ্ছা কথা বলতে শেখে তখন সে কিন্তু গ্রামার জানে না। একটা একটা করে কথা শেখে। আর সারা দিন সে সেটা বলতে থাকে,ওই একটা শব্দ। আপনাকে ঠিক সেই পথ অবলম্বন করতে হবে। প্রতিদিন দুটো একটা করে নতুন শব্দ শিখতে হবে। সেগুলো সারাদিন মনের মধ্যে বিরবির করতে হবে। এটা আপনাকে নিয়মিত করে যেতে হবে। এতে আপনার ইংরাজি শব্দ ভান্ডার বেড়ে যাবে।

আর একটা উদাহারন দিই- আমাদের পাশে অনেকেই আছে যারা স্কুলের গন্ডি পের হয়নি। অথচ তারা খুব সুন্দর ভাবে বাংলায় কথা বলে যায়। বাংলা ভাষাতেও গ্রামার আছে কিন্তু তারা কি জানে? জানে না। অথচ তারা কথা বলে যায়। ঠিক তেমনি যারা বিদেশে জন্মায় তারা কি জন্মেই গ্রামার শেখে নাকি আগে ভাষা শেখে? তাই আপনার কাজ হল আগে শব্দ শেখা তারপর বাক্য শেখা।  গ্রামারটা আপনি এমনি শিখে যাবেন। অনেকে বলবেন তবে কি গ্রামারের দরকার নেই? অবশ্যই আছে। কারন গ্রামার হল ভাষার অলংকার।  কিন্তু সব কিছু তো আর একসাথে হয় না। আগে একটু একটু করে বলতে শিখুন। তারপর না হয় অন্যদিকে মন দিবেন।
আজ আমি কিছু বাক্যের উদাহারন দিলাম এগুলো বার বার দেখুন আর মনে রাখার চেষ্টা করুন। এবং অভ্যাসটা ধরে রাখুন। আপনি একদিন সফল হবেনই।
কিভাবে ইংরাজি শেখা শুরু করবেন? সহজে ইংরেজি শেখার উপায়! সময় কিভাবে ইংরাজিতে বলবেন? পাঠ ২ Reviewed by EnglishBengali.com on 03:36 Rating: 5

2 comments:

  1. ইংরেজি শেখার এপ

    https://play.google.com/store/apps/details?id=com.jpthedev.learnenglish

    ReplyDelete

Thank you

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.