ইংরেজি শেখার সহজ পদ্ধতি! সহজে ইংরেজি শেখার উপায়! পাঠ ৩
ইংরেজি শেখার সহজ পদ্ধতি! সহজে ইংরেজি শেখার উপায়!
ইংরাজি বিদেশী ভাষা তাই অনেকে খুব ভয় পায়। কিভাবে ইংরাজি টা শুরু করবে তা অনেকেই ভেবে পায় না। তাই অগোছালো শুরু করে। কিন্তু সঠিক রাস্তা না পেলে সফল হওয়া যায় না। আবার অনেকেই আছে সারা জীবন শুধু ইংরাজি গ্রামার শিখেই যায়। ভালো লিখতে পারেন কিন্তু বলতে পারেন না। এই না বলতে পারার কারন হল – ভয় আর লজ্জ্বা। তাই সবার প্রথমে এই দুটোকে তাড়াতে হবে। এই ভয় আর লজ্জ্বা কাটানোরও একটা ভালো উপায় আছে।ইংরাজিতে ভয় আর নয় | এবার ইংরাজি শিখুন খুব সহজে আর সঙ্গে থাকল আমার টিপস + Animated Video for প্র্যাকটিস
প্রতিদিন আমাদের কত কথা বলতে হয়, যদি তা নিয়ে ভাবতে বসি তাহলে আর কিছু শেষ হবে না। কিন্তু সেই কথা গুলোই যদি ইংরাজিতে বলতে বলা হয় তাহলে অনেকেরই ভুরু কচকে ওঠে। কিন্তু সত্যি বলতে কি ইংরাজি ভাষাটা খুব সোজা। আমরা ভয় পাই তাই শিখতে পারিনা। চলুন আজ আমরা দেখে নিই মা আর ছেলে কিভাবে কথা বলছে?
কিভাবে লজ্জ্বা আর ভয় কাটাবেন? আমার টিপসঃ
এর সবথেকে সহজ উপায় হল- প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ৫ মিনিট করে কথা বলুন নিজের সাথে নিজে। যা মনে আসবে বলে যাবেন যতক্ষন পারবেন চালিয়ে যান। প্রথমে কিছু মনে আসবে না, সঙ্কিছু হারিয়ে যাবে take your time then start. এইভাবে প্রতিদিন করুন। কয়েক দিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার উন্নতি হচ্ছে।
আজ তবে এই টুকু থাক। আবার পরের দিন দেখা হবে নতুন টিপস নিয়ে।
English speaking course in Bangla | English conversation | How to speak English?
আজ আমি কিছু বাক্যের উদাহারন দিলাম এগুলো বার বার দেখুন আর মনে রাখার চেষ্টা করুন। এবং অভ্যাসটা ধরে রাখুন। আপনি একদিন সফল হবেনই।
ইংরেজি শেখার সহজ পদ্ধতি! সহজে ইংরেজি শেখার উপায়! পাঠ ৩
Reviewed by EnglishBengali.com
on
03:35
Rating:

No comments:
Thank you