Top Ad unit 728 × 90

Must Read

random

কিভাবে ইংরাজিতে উন্নতি করবেন খুব সহজে? ইংরাজি শেখার সহজ উপায়! Interview নিয়ে Conversation- পাঠ ৪

কিভাবে ইংরাজিতে উন্নতি করবেন খুব সহজে? ইংরাজিতে ভয় আর নয়! আজ Interview নিয়ে Conversation

আপনি কি ইংরাজিতে ভয় পান?
আপনি কি ইংরাজি শিখতে চান?
আপনি ইংরাজি লিখতে পারেন কিন্তু বলতে পারেন না।
আপনি কি ইংরাজিতে অনর্গল কথা বলতে চান? তাহলে আমার সঙ্গে থাকুন আশা করি সুফল পাবেন আমার দেখানো পথ দিয়ে হাঁটলে।
বর্তমান বিশ্বে ইংরাজি এমন একটা ভাষা যা জানাটা খুবই প্রয়োজনীয়। অনেকেই ভালো ভালো চাকুরী হারায় এই ভাষায় দক্ষতা না থাকার কারনে। অতচ এই ভাষাটা অতটা কঠিন নয়। কিছুদিন অভ্যাস করলে খুব সহজেই এই ভাষাটা আয়ত্ব করা যায়। আমরা যে চেষ্টা যে করিনা তা নয়, সঠিক পথ অবলম্বন না করার জন্য ঠিক ঠাক ভাবে ভাষাটি শেখা হয়ে ওঠে না। ইংরাজি ভাষা শেখার জন্য দরকার সঠিক পথ।


ইংরাজিতে ভয় আর নয়!
আজ আমরা শিখব কিভাবে চাকুরীর জন্য Interview দিতে হয়?
Interview এর নাম শুনলে অনেকেই ঘাবড়ে যাই ভয়ে, যে কি প্রশ্ন করবে? তার উত্তর দিতে পারবো কিনা? এই সব নানা চিন্তা। চলুন দেখা যাক কিভাবে একটা Interview এর মুখো মুখি হতে হয়।

আজকের আমার ব্যক্তিগত টিপসঃ
ইংরাজি ভাষাকে ঠিক ঠাক ভাবে আয়ত্ত্ব করতে গেলে প্রথমে লাগবে অসীম ধৈয্য। আর যেটা আপনাকে করতে হবে নিয়মিত এটাকে শোনার অভ্যাস। বিভিন্ন ভাবে আপনি এটা শুনতে পারেন, যেমন – ইংলিশ নিউজ চ্যানেল কিনবা ইংলিশ মুভি দেখে। কিন্তু এটা আপনাকে প্রতিদিন করতে হবে, যদি আপনি আধ ঘণ্টা সময় দেন তো সেটা মন দিয়ে দিন। আর একটা কাজ করতে হবে আপনি এই শোনার সময় নিশ্চয়ই কিছু নতুন শব্দ পাবেন সেগুলো লিখে নিন আর তার বাংলা অর্থ কি সেটাও জেনে নিনি। এবং সেগুলো মনে রাখার চেষ্টা করুন। এতে দুটো কাজ হবে আপনার – এক, আপনার ইংরাজি শব্দ ভাণ্ডার বাড়বে আর দুই, শোনার ফলে বাক্য গুলো আপনার মনে থেকে যাবে যা আপনি ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারবেন।
Practice this again and again. Because practice makes a man perfect and practice is the key to success.
এটি বার বার অনুশীলন করুন। অনুশীলন একটি মানুষকে নিখুঁত করে তোলে এবং অনুশীলন সাফল্যের চাবিকাঠির কারণ।
কিভাবে ইংরাজিতে উন্নতি করবেন খুব সহজে? ইংরাজি শেখার সহজ উপায়! Interview নিয়ে Conversation- পাঠ ৪ Reviewed by EnglishBengali.com on 03:51 Rating: 5

1 comment:

Thank you

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.