How to learn English at home? 100% working tips
কিভাবে বাড়িতে খুব সহজে ইংরাজি শিখবেন? Learn English at home
আপনাকে ইংরাজি ভালো করে বলার জন্য বিদেশ যেতে হবে না বা বিদেশে জন্মানোর দরকার নেই। আপনি যদি জানেন যে কিভাবে ইংরাজি বলতে হয় তাহলে আপনাকে কোথাও যেতে হবে না, এমন কি আপনার শহরও ছাড়তে হবে না, আপনি বাড়িতে বসেই ইংরাজি শিখতে পারবেন। আমার ৮ টি টিপস ফলো করুন আর বাড়িতে বসেই ইংরাজি শিখুন smartly.
1. Surround yourself with English
নিজের চারপাশে একটি ইংরাজির পরিবেশ তৈরি করুন
এর জন্য আপনার কোন English speaking country দরকার নেই। পরিবেশটা তৈরি করার জন্য আপনি কি কি করতে পারেন আপনার প্রাত্যহিক জীবনে তার উপায় খুঁজুন? আমি কিছু সহজ উপায় বলে দিই- আপনি নিশ্চই বাজার করেন এবং তার লিস্ট তৈরি করেন। এখন সেই shopping list টি বাংলায় না লিখে ইংরাজিতে লিখতে শুরু করুন। ইংরাজি news paper পড়তে শুরু করুন বাংলার পাশাপাশি। রেডিওতে ইংরাজি প্রোগ্রাম গুলি শোনার চেষ্টা করুন। আর সারাদিনে কি করেছেন সেটা একটা ডাইরিতে লিখে রাখুন, না না মোটেও বাংলাতে লিখলে হবে না, ইংরাজিতে লিখতে চেষ্টা করুন। আপনার cell phone টাকেও কাজে লাগান। কিভাবে? আপনি কোথাও long distance যাচ্ছেন, তখন শুনুন!!! আমি আপনাকে মোটেও বাংলা বা হিন্দি জ্ঞান শোনার কথা বলছি না। আপনার cell phone ইংরাজি শুনুন। এইভাবে আপনি আপনার ইংরাজির পরিবেশ তৈরি করতে পারেন।2. Make English friends
ইংরেজী বন্ধুদের তৈরি করুন
আমি ধরে নিলাম আপনি English-speaking country তে বাস করেন না। ভাবছেন তাহলে কিভাবে ইংরেজি বন্ধু তৈরি করবেন? আজকের দিনে এটা খুব সহজ। একটু খুঁজে দেখুন আপনার আশেপাশে কোন foreigner বা বিদেশী থাকে কিনা? যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা। তার সাথে দেখা করুন আর একটু একটু করে ইংরাজি শিখতে শুরু করুন। এর জন্য আপনি কোন restaurants, social কিংবা স্পোর্টস club এ যেতে পারেন যেখানে বিদেশিরা আসেন। সেখানে গিয়ে আপনার language exchange করতে পারেন, মানে কথা বার্তা বলতে পারেন।আমি ধরে নিলাম এই option গুলি আপনার একটাও নেই। তাহলে কি করবেন?
খুব সহজ। আপনি নিশ্চই facebook কিংবা whats app করেন। ইংরাজিতে কথা বলতে পারেন এ রকম দু একজনকে খুঁজে পাওয়া খুব একটা মুশকিল কাজ কি? আমার মনে হয় একদমই না।
3. Find study partners
অধ্যয়ন সহযোগীদের খুঁজুন
ইংরাজি practice করার জন্য আপনার কোন native speakers এর দরকার নেই। আপনি চাইলে একজন বন্ধুকে খুঁজে বার করুন যার আপনার মত ইংরাজি শেখার ইচ্ছা আছে। এবার একটা সময় বার করে নিন। যে সময় আপনারা প্রতিদিন English practice করবেন। একে অপরকে হেল্প করুন, আপনাদের problems গুলি খুঁজে বার করুন। একে অপরকে motivate করুন।4. Get online
অনলাইনে থাকুন
অনলাইন থাকুন এবং সারা পৃথিবীর লোকের সাথে কথা বলুন। আপনি chat rooms কিংবা forum গুলিতে যোগদান করতে পারেন। তাছাড়া আপনি যখন অন্যের culture সম্পর্কে জানতে শিখবেন তখন আপনার ইংরাজিটাও অনেক strong হবে। অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই সবার সাথে যোগাযোগ রাখতে পারেন।5. Listen to real English
ভালো ইংরাজি শুনুন
সব সময় ইংরাজি শুনুন এবং আপনার কানকে ইংরাজি শোনার জন্য অভ্যস্ত করে তুলুন। তবে ইংরাজিটা normal speed এ শুনবেন এবং চেষ্টা করবেন কিছু না দেখে শোনার জন্য। আমি জানি এতে আপনি অনেক শব্দই হয়তো অনেক সময় বুঝতে পারবেন না। তবে হাল ছাড়লে হবে না, বার বার একই জিনিস শুনুন, তাহলে আপনার কান ইংরাজি শোনার জন্য অভ্যস্ত হয়ে যাবে। আর পারলে এই সময় unknown word গুলি লিখে নেবার চেষ্টা করবেন। এতে আপনার vocabulary strong হবে। আপনি চাইলে ইংলিশ নিউজ ভিডিও গুলি শুনতে পারেন।6. Find fun ways to learn new words
মজার ছলে নতুন শব্দ শিখুন
ইংরাজি শিখতে হলে আপনাকে অবশ্যই vocabulary বাড়াতে হবে। কিন্তু কিভাবে vocabulary বাড়াবেন? আপনি যদি বই পড়তে ভালো বাসেন তাহলে সেখান থেকে নতুন নতুন word collect করুন। তাছাড়া যখন chat করেন, তখন নতুন নতুন ওয়ার্ড post করতে পারেন। নতুন ওয়ার্ড collect করুন আর সেগুলি sticky আকারে চিপকে দিন সেই জায়গায়, যেখানে আপনার সব সময় নজর পড়ে। ওয়ার্ড গুলি দিয়ে বাক্য বানান, মজার কিছু লিখুন। তাহলে ওয়ার্ড গুলি আপনার মনে থাকবে। চাইলে আপনি ওয়ার্ড গুলির পাশে কিছু একটা এঁকে দিতে পারেন। যা আপনাকে word টিকে মনে রাখতে সাহায্য করবে।
7. Whatever you do, have fun!
যা করবেন মজার সাথে করুন
যকন আমরা কোন নতুন ভাষা শিখতে যাই তখন সেটা বেশ কঠিন মনে হয়। তাই হাল ছাড়লে চলবে না। আপনাকে practice করতে হবে নিয়মিত। আর যা করবেন তা মজার সাথে করুন। তাহলে কঠিন বলে মনে হবে না, নিজেকে মিশিয়ে ফেলুন ভাষার সাথে। চাইলে আপনি গেম খেলতে পারেন – যেমন crossword puzzles, বা গান গাইতে পারেন। comic বই পড়তে পারেন। আপনি যাই করুন না কেন কখনোই ভুল কি করছেন সেটার দিকে নজর দেওয়ার দরকার নেই। আপনি শুধু চালিয়ে যান। কারন ভুল করলেই একদিন সঠিক শিখতে পারবেন। আর একদিন সফলতা আপনার কাছে অজান্তেই চলে আসবে।8. Use authentic materials
আপনি যদি সব সময় English text book পড়তে থাকেন তাহলে boar হয়ে যেতে পারেন। তাই ইংরেজি এবং স্থানীয় ভাষা-ভাষী দ্বারা লিখিত বইগুলি পড়ার চেষ্টা করুন। এটা আপনার কাছে প্রথম প্রথম একটা challenge মনে হতে পারে। কিন্তু যখন আপনি এটা পারবেন তখন আপনার আ গ্রহটা আরও বেড়ে যাবে। আপনি যদি এই ধরনের book বা magazine না পান তাহলে online খুঁজে দেখুন, অনেক বই পেয়ে যাবেন।
How to learn English at home? 100% working tips
Reviewed by EnglishBengali.com
on
21:29
Rating:
No comments:
Thank you