English for beginners | কিভাবে খুব সহজে ইংরাজি শেখা যায় বাংলায়?
Daily English speaking practice through Bengali | English for beginners
চলুন দেখে নিই কিভাবে খুব সহজে ইংরাজি শেখা যায় বাংলায়। আজ আমি কিছু বাক্য আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন ইংরাজি শিখছেন তাদের কথা মাথায় রেখে আমার এই ভিডিওটি বানানো। এই ধরনের বাক্য গুলি আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহৃত হয়। এই ধরনের বাক্য গুলি দেওয়ার কারন যাতে আপনার বুঝতে এবং শিখতে সুবিধা হয়। কিছু সহজ এবং কিছু কঠিন বাক্য মিশিয়ে আজকের এই English speaking practice lesson. প্রতিটি বাক্যের বাংলা মানে দেওয়া আছে যাতে আপনার কোন অসুবিধা না হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক।কিভাবে খুব সহজে ইংরাজি শেখা যায় বাংলায়?
ইংরাজি শিখুন বাংলায়
খবর শুনে আমি তাকে দেখতে গেলাম।
As soon as I heard the news I went to see him.
আপনার কাছে কি পছন্দ করার মত বিভিন্ন জিনিস আছে?
Do you have a good variety of things to choose from?
হয় ইহা গ্রহণ কর নয় বর্জন কর।
Either take it or leave it.
সে তার কাজ করল, আমি আমার।
He did his work and I mine.
তিনিই ইংলেন্ডের প্রধানমন্ত্রী।
He is no other than the Prime Minister of England.
তিনি নিজেই সমস্ত জানেন।
He knows everything himself.
তুমি যেমন তাড়াতাড়ি লিখতে পার, তিনিও তেমন পারতেন।
He too could write as swiftly as you can.
সে এখানে আসবেই আসবে।
He will come here without fail.
আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা?
I don't know if you'd really like it?
আমার মাথা ঝিমঝিম করছে।
I feel rather dizzy.
তিনি বাড়ি এলেই আমি বের হব।
I will go out as soon as he comes home.
তুমি যাও আর থাকো সে একই কথা।
It is all the same whether you go or stay.
আমিই ইহা করেছি।
It is I who have done it.
যে কেউ গেলেই হলো।
It will be quite enough if somebody goes.
তুমি এলেই হল।
It will be quite enough if you come.
এই মুহূর্তে এখান থেকে চলে যাও।
Leave the place this very moment.
অতিথিরা আসুক, তারপর আমরা খেতে যাব।
Let the guests come first and we shall then sit down to dinner.
ধন বা মান চির দিনের জন্য নয়।
Neither wealth nor honor lasts for ever.
আর না অনেক হয়েছে।
No more, we have enough of it.
পাপের বিরুদ্ধে দাড়াও পাপ সরে যাবে।
Resist the devil and he will flee from you.
চোরটিকে ছেড়ে দেব না পুলিশের হাতে দেব?
Shall I let the thief go, or hand him over to the police?
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চন্দ্র পৃথিবীর।
The earth moves around the sun, the moon the earth.
রাজা ও ভিখারী উভয়েই মরনশীল।
The king as well as the beggar is mortal.
ধনী লোকেরাই সুখী।
The rich alone are happy.
সে এটাই চাইছে।
This is exactly what he wants.
আমাদের লাভের চেয়ে লোকসান বেশি।
We lost more than we gain.
এছাড়া আমি আর কি করতে পারি?
What more can I say besides this?
আপনি কোথায় কেনাকাটা করেন?
Where do you do your shopping?
তোমাকে যেতেই হবে।
You must go.
English for beginners | কিভাবে খুব সহজে ইংরাজি শেখা যায় বাংলায়?
Reviewed by EnglishBengali.com
on
22:00
Rating:
No comments:
Thank you